কতিপয় অভিজ্ঞ ও অদম্য তরুণের সমন্বয়ে আমাদের রয়েছে দক্ষ পরিচালনা পক্ষ। স্বচ্ছতা, জবাবদিহিতা, কমিউনিটি ও আইনের প্রতি দায়বদ্ধতা Takrimul Mayit এর সাংগঠনিক কাঠামোর অন্যতম ভিত্তি।
read moreTakrimul Mayit Austria সংগঠনটি একটি নির্বাহী কমিটি দ্বারা পরিচালিত হয়। নির্বাহী কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং প্রয়োজনীয় সদস্যবৃন্দ অন্তর্ভুক্ত থাকেন। তারা সংগঠনের নীতি নির্ধারণ, তহবিল ব্যবস্থাপনা এবং সকল কার্যক্রম তদারকি করেন। সংগঠনের গঠনতন্ত্র (Statute) অনুযায়ী যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়।
Takrimul Mayit Austria-এর অর্থনৈতিক কাঠামো মূলত সদস্যদের নিবন্ধন ফি, মাসিক ফি এবং এককালীন অনুদানের উপর নির্ভরশীল। সকল জমাকৃত অর্থ সংগঠনের Bank Account-এ জমা হয় এবং তা কেবল দাফন সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়।
Takrimul Mayit Austria একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান, যা অস্ট্রিয়ার আইন ও বিধিবিধান অনুসারে পরিচালিত হয়। সংগঠনের সকল কার্যক্রম অস্ট্রিয়ার Association Law (Vereinsgesetz) এবং প্রযোজ্য তথ্য সুরক্ষা আইন (DSGVO) এর আওতায় পরিচালিত হয়। আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম আইনগতভাবে স্বচ্ছ এবং নিরীক্ষাযোগ্য।