তাকরীমূল মায়্যিত মৃতের দাফন কাফনের জন্য প্রতিষ্ঠিত একটি অলাভজনক সেবামূলক সংগঠন।
তাকরীমূল মায়্যিত এর মূল উদ্দেশ্য নিজের জমানো টাকায় নিজের/পরিবার-সদস্যের
দাফন এবং অপারগ ব্যক্তি/পরিবারকে দাফন সংক্রান্ত প্রক্রিয়ায় আর্থিক সহায়তা প্রদান
করা।
তাকরীমূল
মায়্যিত অর্থ সঞ্চয়ের একটি প্রতিষ্ঠান যা কেবল তার সদস্যদের মৃত্যুবরণ পরবর্তী দাফন-কাফন প্রক্রিয়ায় ব্যয় করা হয়।
নিজের উপার্জিত অর্থে নিজের দাফন ইসলামের সর্বোত্তম পন্থা। তাকরীমূল মায়্যিত এ অর্থ সঞ্চয় করুন, নিজ অর্থে নিজ বা সদস্যদের দাফন নিশ্চিত করুন।
তাকরীমূল মায়্যিত এর সদস্য বা তার পরিবারের কেউ মৃত্যুবরণ করলে তাকরীমূল মায়্যিত দাফন-কাফনের ব্যয়ভার বহন কিংবা লাশ নিজ মাতৃভূমিতে পাঠানোর ব্যবস্থা করবে।
তাকরীমূল মায়্যিত একটি বাংলাদেশি সংগঠন। এখানে দেশীয় ধর্মীয় পরিচিত জন পাবেন যারা বিপদে-আপদে সবসময় আপনার পাশে থাকবে।
স্বতন্ত্র স্বকীয়তা
অস্ট্রিয়ায় বসবাসরত মুসলিম বাংলাদেশি ব্যক্তি ও পরিবার সহজ ও শর্তহীনভাবে কোন মেডিকেল রিপোর্ট বা সনদ ছাড়াই সদস্য হতে পারেন
দাফন-কাফন একটি সমষ্টিগত ইবাদত। আমাদের উদ্দেশ্য এই ইবাদত সবাই একত্রে সম্পন্ন করে মৃতকে যথাযথ সম্মান প্রদর্শন এবং দ্বীনি দায়িত্ব পরিশুদ্ধভাবে পালন
আর নয় অন্যের দান কিংবা কারো ভিক্ষা, Takrimul Mayit দিবে পুরো পরিবারের দাফন-কাফন সংক্রান্ত আর্থিক সুরক্ষা
কতিপয় অভিজ্ঞ ও অদম্য তরুণের সমন্বয়ে আমাদের রয়েছে দক্ষ পরিচালনা পক্ষ। স্বচ্ছতা, জবাবদিহিতা, কমিউনিটি ও আইনের প্রতি দায়বদ্ধতা Takrimul Mayit এর সাংগঠনিক কাঠামোর অন্যতম ভিত্তি
Online Application Form অথবা সংগঠন থেকে ছাপাকৃত ফরম পূরণ এবং সংগঠন নির্ধারিত নিবন্ধন ফি প্রদান সাপেক্ষে সদস্যপদ গ্রহণ করা যেতে পারে।
বয়স পঞ্চাশ পর্যন্ত নিবন্ধন ফি € ৫০ এবং পঞ্চাশোর্ধ বয়স্কের ক্ষেত্রে নিবন্ধন ফি € ১০০ ।
মাসিক ফি € ২০। সদস্যের স্বামী /স্ত্রী এবং তার অনূর্ধ্ব১৮ বছরের সন্তান এই ফি-এর আওতাধীন থাকবেন । বয়স ১৮ থেকে ২৪ বছর পর্যন্ত প্রতি সন্তানের জন্য মাসিক ফি € ৫ হিসাবে যোগ হবে।
মোবাইল ক্যামেরায় কোডটি স্ক্যান করুন
Online Form পূরণ করুন
Takrimul Mayit পরিবারের সদস্য হোন
Let us know your Questions and queries